দ. আফ্রিকায় ৫ বাংলাদেশি নিহত

ছবি- সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত এবং আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সকালে বিউফোর্ট ওয়েস্ট শহরে এ দুর্ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম জানান, হতাহতরা প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিউফোর্ট ওয়েস্ট শহরে পোঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন:
>ইতিহাস-ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সেরা প্রাবন্ধিক ইবি শিক্ষক
>অবশেষে আকরিক লোহার দাম কমলো

প্রবাসী বাংলাদেশি সূত্রে জানা গেছে, ওই পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া এ সময় গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেব্রুয়ারি ২৪.২০২৩ at ১৮:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর