চুনারুঘাটে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুনঃনিয়োগ দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠছে এ নিয়ে পুনঃনিয়োগ এবং গভর্নিংবডির সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০ঘটিকায় সময় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সচেতন মহলের ব্যানারে মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা লোকজন।

এ সময় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী ফজলু মিয়া এবং অফিস সহায়ক পদের প্রার্থী হৃদয় মিয়া বলেন, প্রধান শিক্ষক এবং সভাপতি আমাদের সাথে অন্যায় করেছেন। তারা টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন আমরা এই নিয়োগ বাতিল চাই। একই সাথে তাদের অপসারণ ও চাই। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম বলেন, গত ১৮ ফেব্রুয়ারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন :
>পাবনার চাঁদভায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখল করে ফসল নষ্ট ও গাছ কেটে নেয়ার অভিযোগ
>কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেখানে ১২ জন প্রার্থীর মাঝে মাত্র ৩ জন্ পরীক্ষায় অংশ গ্রহণ করে। বাকিদেরকে তারা চিঠি দেয়নি। এটা নিয়ে এলাকাবাসী আন্দোলন করছে আমরা প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানাই। এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়লে চুনারুঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি আব্দুল আওয়াল এবং প্রধান শিক্ষক আফজাল চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

ফেব্রুয়ারি ২২.২০২৩ at ২১:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আকর/এসএস