থানচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে থানচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে থানচি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব’সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ-সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার শান্তি দোয়া কামনার মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করেন। এ দিবসে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’সহ সরকারি বেসরকারি ভবনে পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনে মাধ্যমে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে কবিতা আবৃত্তি, নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।

আরো পড়ুন:
>সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
>অভয়নগরে পীরজাদা শাহ্ হাদিউজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মিজান উদ্দিন প্রমুখ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, উপজেলা সরকারি বেসরকারি অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ আলোচনা সভায় শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

ফেব্রুয়ারি ২১.২০২৩ at ১৭:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর