মদনে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

নেত্রকোনার মদনে ইউএনও তানজিনা শাহরীন এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।

নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার দিবাগত রাতে এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবি সংগঠন, প্রেসক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেন।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও তানজিনা শাহরীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খাালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ।

আরো পড়ুন:
>ঝিনাইদহে ছাত্রলীগ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৬
>পিতা-মাতার কলহের কারণে মেয়ের আত্মহত্যা

স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম প্রমূখ।

ফেব্রুয়ারি ২১.২০২৩ at ১৫:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর