এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

চলতি বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০ এপ্রিল। সোমবার ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

জানা গেছে, এসএসসির লিখিত পরীক্ষা ২৩মে পর্যন্ত চলবে। আর ২৪ থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা বোর্ড জানায়, লিখিত পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রথমে বহুনির্বাচনী ও পরে রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া বহুনির্বাচনী ও রচনামূলক বা সৃজনশীলে আলাদা আলাদাভাবে পাস করতে হবে।

এতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র, ৭ মে ইংরেজি ২য় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:
>সাবেক এমপির পিতার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান রুপ নিয়েছিল জনস্রোতে
>শার্শা উপজেলা চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করলেন: এমপি

এছাড়া ১৪ মে পদার্থ বিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংগীতসহ অন্য সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৪ মে। ৩০ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

ফেব্রুয়ারি ২০.২০২৩ at ২১:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর