ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা-আর্বজনার ভাগাড়: বিপাকে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে ময়লা-আবর্জনার ভাগাড়ের স্তুপে পরিণত হয়েছে। এতে চরম পিপাকে পড়েছে রুহিয়া উচ্চ বিদ্যালয়, রুহিয়া ডিগ্রি কলেজ, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীরা। তাছাড়াও বিভিন্ন অঞ্চলের মানুষের
রামনাথ বাজার যাওয়ার একমাত্র রাস্তা এটি।

শনিবার ১৮ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে দেখা গেছে এখানে দীর্ঘদিন ধরে রুহিয়ার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর মালিকেরা ও পাশ্ববর্তী অস্থায়ী দোকানদারেরা তাদের খেয়াল খুশি মত ময়লা-আবর্জনা ফেললেও দেখার কেউ নেই।

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নির্জন ইসলাম, মো. মুন্না, যুথি রানী রায়, রুহিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী মিঠুন চন্দ্র রায়, মো. মহিদুল ইসলাম, পথচারী শাহবউদ্দীন, নিশাদসহ অনেকেই বলেন, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লা-আবর্জনার দুর্গন্ধে মুখে মাস্ক অথবা নাকে রুমাল দিয়ে যেতে হয়। এছাড়াও সেখানে পলিথিনসহ দইয়ের কৌটা ফেলায় ভয়াবহ ভাবে পরিবেশ দূষিত হচ্ছে।

আরো পড়ুন :
>গাবতলীতে পল্লী সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে গুণীজন সংবর্ধনা
>নারী হত্যাকরী মাদক নারীসঙ্গে আসক্ত আটক-৪৮ঘন্টায়

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, আমরা ওখানে ময়লা-আবর্জনা না ফেলতে অনেকবার নিষেধ করেছি। তাছাড়া, ওখানে মন্ডল নামে আমাদের একজন কর্মচারীকে পাহাড়া বসিয়েছি তবুও ধরা যাচ্ছে না।

রুহিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রিপন চন্দ্র রায় বলেন, সেখানে পরিবেশ দূষণ ছাড়াও বাতাসে কার্বন-ডাইঅক্সাইড ও নাইট্রোজেনের মাত্রা বেড়ে গিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারি মানুষসহ শিশুদের বায়ু বাহিত বিভিন্ন রোগ বালাই হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারি ১৮.২০২৩ at ১৯:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হক/এমএইচ