পুনাক স্টেশনার্স এন্ড ক্যান্টিন’র ন্যয্যমূল্য মানসম্পন্ন সেবায় লক্ষ্য

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি অর্থাৎ পুনাকের উদ্যোগে সিএমপি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সিএমপি পুনাকের ব্যবস্থাপনায় এই ক্যান্টিনটি স্থাপন করা হয়েছে। এখানে অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে পুনাক কর্মীদের তৈরি করা নিরাপদ ও টাটকা খাবার পাওয়া যাবে।

আজ ১৮ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টায় পুনাক এর উদ্যোগে ‘পুনাক স্টেশনার্স এন্ড ক্যান্টিন’এর শুভ উদ্বোধন করা হয়। সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর সংখ্যা কেজি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩,০০০। এর মধ্যে প্রায় ৩৫ ভাগ পুলিশ সদস্যদের সন্তান এবং বাকি ৬৫ ভাগ পুলিশের বাইরে সম্মানিত নাগরিকদের সন্তান।

কিন্তু সবাই যেন আমাদেরই সন্তান। সকল বয়সের শিশুরা এখানে দীর্ঘ সময় থাকে। আমরা বিশ্বাস করি, ঘরে তৈরি খাবারের কোন বিকল্প হতে পারে না। কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়না না।যেদিন ঘরের টিফিন থাকে না, সেদিন বাচ্চারা ক্ষুধার্ত পেটে আশেপাশে খাবারের দোকানে যা পায় সেটা কিনে খেয়ে ফেলে যা অনেক সময় স্বাস্থ্যকর হয়না। এই বিষয়টি উপলব্ধি করে

আরো পড়ুন :
>গুচ্ছ গ্রামের টিন আত্মসাত করলেন ইউপি চেয়ারম্যান
>লালপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

এখানে কঠোর নিয়ম করে দেওয়া হয়েছে একদিনের তৈরি খাবার বিক্রি না হলে অবশ্যই তা বিকেলে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা হবে। কোনক্রমেই একদিনের তৈরি খাবার পরের দিন বিক্রি করা হবে না।তৈরি খাবার ছাড়া প্যাকেট ও বোতলজাত যেসব খাবার এখানে পাওয়া যাবে সেগুলো হবে সবচাইতে ভালো ব্র্যান্ডের সর্বোচ্চ ভালো মানের।

খাবারের পাশাপাশি পুনাক স্টেশনার্স ও ক্যান্টিনে বিভিন্ন স্টেশনারি সামগ্রী যেমন খাতা, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, জ্যামিতি বক্স, স্কুল কর্তৃক নির্ধারিত ডায়েরি ও স্কুল কর্তৃক নির্ধারিত কিছু সহায়ক বই পাওয়া যাবে। ন্যায্যমূল্যে স্কুল প্রাঙ্গণে এসব পাওয়া যাবে। ফলে এগুলো অন্য দোকান থেকে কিনতে যে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী-অভিভাবকদের,সেটি আর থাকছে না। এছাড়া সর্বোচ্চ মান ও ন্যায্য মূল্যের নিশ্চয়তা তো আছেই।

এছাড়া এ বছর প্রথমবারের মতো সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্ম তৈরি দায়িত্ব নিয়েছে “পুনাক টেইলার্স”। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শাখার ৪০০ শিক্ষার্থীর জন্য ইউনিফরম তৈরি করে বিতরণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা যেন ন্যায্যমূল্যে ভালো মানের ইউনিফর্ম পায়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি অর্থাৎ পুনাকের লক্ষ্য কল্যাণ করা, লাভ করা নয়।

ফেব্রুয়ারি ১৮.২০২৩ at ১৯:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মম/এমএইচ