বইমেলায় বসন্তের হাওয়া

ছবি- সংগৃহীত।

বৃহস্পতিবার বিকেলে বইমেলা ছিল পাঠকের পদচারণায় মুখর। মেলায়ও বসন্তের হাওয়া লেগেছে, বিক্রি-বাট্টা হচ্ছে ভাল। প্রকাশকদের মুখে ছিল হাসি। পাঠকরা মেলায় আসছেন, গল্প করছেন, বই দেখছেন, প্রিয় লেখকের বই কিনছেন।মেলার বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান দুই প্রাঙ্গণই ছিল জমজমাট।

ঢাকার এলিফ্যান্ট রোড থেকে আসা সরকারি চাকরিজীবী মাহিনউদ্দিন মারুফ সময় সংবাদকে বলেন, ‘আগামীকাল ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন একদিনে হওয়ায় পহেলা ফাল্গুন আজকেই পালন করে নিচ্ছি। আগামীকাল আসব লাল পাঞ্জাবি পরে।

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার জানান, ‘১৩ তারিখ পহেলা ফাল্গুন উদ্‌যাপন করতে করতে আজকের দিনটাকে পহেলা ফাল্গুনই মনে হয় আমার কাছে। আর আজ সকাল থেকেই বসন্তের বাতাস বইছে। তাই বইমেলায় এসেছি ফাল্গুনের সাজে।

আরো পড়ুন:
>বাংলাদেশে কমেছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা
>ভোলার শশীভূষণে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আরেক দর্শনার্থী অন্তি চাকমা বলেন, ‘বইমেলা আমাদের কাছে উৎসব। আর এই উৎসবের মাঝে আরও দুটি উৎসব আগামীকাল। তাই দুটি আলাদাভাবে পালন করে নিচ্ছি।

ফেব্রুয়ারি ১৩.২০২৩ at ২১:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর