ভোলার শশীভূষণে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে সানজিদা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিজ কক্ষে ঘরের রুপার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ ফেব্রয়ারী) দিনগত রাতের কোন এক সময় শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে। সে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।

নিহত সানজিদা আক্তারের পিতা রুহুল আমিন বলেন, গতকাল ররিবার সন্ধায় তাকে কান্না করতে দেখি। তবে কেন সে কান্না করছিল জিজ্ঞাসা করলে কোন উত্তর দেন নাই। প্রতিদিনের ন্যায় রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে রাতের খাবার খেয়ে সকলের সাথে সানজিদা তার নিজ কক্ষে ঘুমাতে যায়।

সকাল ৭ টার দিকে সানজিদাকে ডাকা ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দড়জা ভেঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। পরে শশীভূষণ থানা পুলিশকে খবর দিলে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীংপকর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

আরো পড়ুন :
>শ্রমিক লীগের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মিলন
>কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা গাছসহ যুবক আটক

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পযর্ন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

ফেব্রুয়ারি ১৩.২০২৩ at ২০:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর