লালপুরে ট্রেনে কাটা পড়ে নিহত- ১

নাটোরের লালপুরে আন্তনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী। সোমবার (১৩ ফেব্রয়ারি) দিনগত রাতে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধা রাবেয়া বেগম তার নাতনির সাথে আজিমনগর রাতে রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামী জালসা শুনতে গিয়েছিল। তার নাতনি জালসা শেষে ভুল করে বৃদ্ধাকে রেখে বাড়ি চলে যায়। পরে রাবেয়া রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিল।

আরো পড়ুন:
>লালপুরে মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত
>বিএনপির ভাইস চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

এসময় পেছন থেকে আসা ঢাকা গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করেছে।

ফেব্রুয়ারি ১৩.২০২৩ at ১৪:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর