কালীগঞ্জে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীর নামে মামলা

ছবি- সংগৃহীত।

ঝিনাইদহের কালীগঞ্জে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার সকালে ৭নং রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু বাদী হয়ে কালীগঞ্জ থানায় হামলার মামলাটি দায়ের করেন। মামলায় কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনকে প্রধান আসামি করে ২৫ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৬০-৭০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কালীগঞ্জ থানায় মামলা নং ০৯। বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্ল্যা।

মামলার এজেহার সুত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার সময় নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কিছু নেতাকর্মী নিয়ে কোলা ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে দুপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ামতপুর উত্তরপাড়া জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায় এবং ৫ টি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আরো পড়ুন:
>জাবি উপ-উপাচার্যের দৌড়ে ‘বিতর্কিতরা’ এগিয়ে
>কালিগন্জে ১৬১ জন রোগির, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়

ফেব্রুয়ারি ১২.২০২৩ at ১৮:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর