কালিগন্জে ১৬১ জন রোগির, বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়

ঝিনাইদহ কালীগঞ্জে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচী ১৬১জন রোগীকে বিনামুল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করাসহ ৩১৭জন নারী ও ১৯৩জন পুরুষ রোগীকে সেবা প্রদান করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে সমন্বিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় বিনামুল্যে ও স্বল্পমুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সমবায় ভিত্তিক প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের আয়োজনে এবং ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বলিপাড়া প্রকৃতি হাসপাতাল চত্বরে চক্ষুসেবা কর্মসূচী চলে।

আরো পড়ুন:
>চৌগাছায় অভিভাবক সমাবেশ
>ধামইরহাটে ১৮ বিঘা জমির বীজতলা নষ্ট করলো আপন ভাই-ভাতিজা

চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: অয়ন সেন, ডা: সৌরভ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন মীর মিজানুর রহমান, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মো: আজহার আলী, প্রকৃতি মেডিকপস্ হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী প্রমুখ।

ফেব্রুয়ারি ১২.২০২৩ at ১৭:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর