রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান পলাশ, মোঃ ওমর ওরফে ফারুক, শ্রী সুভাষ কুমার, মোঃ আজিজুল হক ওরফে গেদু ও মো. সায়েম।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান,গত বৃহস্পতিবার শিয়া মসজিদের সামনে ও পিসি কালচার হাউজিং সোসাইটির ২নং গেটের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন:
>পাঁচবিবিতে ব্রকলি জাতের ফুলকপি চাষে সাবলম্বী আলিম
>রাণীশংকৈলে আ. লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
জিজ্ঞাসাবাদের স্বার্থে বিলম্বে তথ্য প্রকাশ করা হলো।প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।
ফেব্রুয়ারি ১২.২০২৩ at ১৫:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর