পাঁচবিবিতে ব্রকলি জাতের ফুলকপি চাষে সাবলম্বী আলিম

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্রকলি জাতের ফুলকপি চাষ করে সাবলম্বী হয়েছেন আব্দুল আলিম (২৫) নামের এক কৃষক। সে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র। আব্দুল আলিম পাঁচবিবির উচাই কৃষি কলেজ থেকে কৃষি বিষয়ে ডিপ্লোমা পাস করে স্থানীয় এনজিও জাকস অফিস থেকে ব্রকলি জাতের ফুলকপির চারা ও বীজ সংগ্রহ করে চলতি মৌসুমে ৯ কাঠা জমিতে সবজি চাষ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তার জমিতে এখনো প্রচুর পরিমানে ব্রকলি জাতের ফুলকপি বাজারজাত করার অপেক্ষায় রয়েছে। যা কোন রকম কীট নাশক ছাড়াই সে আবাদ করেছে বলে জানায়। প্রতিটি ব্রকলি জাতের ফুলকপি ১০/২০ টাকা দরে বিক্রি করছেন। এ পর্যন্ত প্রায় ৮ হাজার টাকার ব্রকলি ফুলকপি বিক্রয় করেছে। সেই সাথে উপজেলার বিভিন্ন হাট বাজারে পাইকারদের নিজে সরবরাহ করছেন।

আরো পড়ুন:
>রাণীশংকৈলে আ. লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
>ফুলবাড়ীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচী

আবার নিজেই বাজারে বিক্রি করছেন তিনি। উপজেলার বাগজানা বাজারে ফুলকপি বিক্রি করতে আসলে এ প্রতিবেদকের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার পরিবারে ১ ছেলে ও ১ মেয়ে ও বাবা মা নিয়ে তার সংসার। তার কীটনাশক বিহীন ব্রকলি জাতের ফুলকপি খেতে খুব সুস্বাদু এবং শহর এলাকার লোকজন খুব পছন্ন করে। সরকারী সাহায্য পেলে কীট নাশক ছাড়াই প্রাকৃকিত উপায়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবে বলে জানায় আব্দুল আলিম।

ফেব্রুয়ারি ১২.২০২৩ at ১৪:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর