খিলক্ষেতে ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্র নিহত

খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া এলাকায় ছাদে ঘুড়ি উড়ানোর সময় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম সালমান আদিব অর্ণব( ১২)। নিহত আদিব কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পুলিশ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের পুত্র।

সে পরিবারের সদস্যদের সাথে খিলখেত এলাকায় ভাড়া বাসায়থাকতো এবং স্থানীয় একটি কিন্ডারগার্ডেন চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। আজ শুক্রবার ১০ই ফেব্রুয়ারি বিকেল তিনটায় রাজধানীর খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া চানাচুর গলি এলাকায় এই ঘটনা ঘটে। রাত দশটায় খিলখেত থানার অফিসার ইনচার্জ কাজী সাহান হক এক স্কুল ছাত্র মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :
>ইবিতে ১১ তম মেধা তালিকা প্রকাশ, ভর্তি ১২ ফেব্রুয়ারি।
>গোমস্তাপুরে ব্যবসায়ী কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিহতের পিতা পুলিশ সদস্য মোহাম্মদ রুহুল আমিন জানান শুক্রবার বিকেলে খিলক্ষেত নামাপাড়া চানাচুর গলির ছয় তালার ছাদে শিক্ষার্থী আদিপ ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কুলমিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কাজী সাহান হক আরো জানান পুলিশ সদস্য রুহুল আমিন ঢাকার এস বি অফিসে কর্মরত আছেন। দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক তিনি। তিন সন্তানের মধ্যে সালমান ছিল সবার বড়। খিলক্ষেতের ওই ছয় তলা বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন তিনি। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

ফেব্রুয়ারি ১১.২০২৩ at ১০:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মরইম/এমএইচ