হ্যামস্ট্রিং ইনজুরিতে মেসি

ছবি- সংগৃহীত।

কাপ দে ফ্রান্সের ম্যাচে মার্সেই-এর বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। মেসি-নেইমারের দল শেষ ষোলোর ওই ম্যাচে ২-১ গোলে হেরেছে।

জানা যায়, ইনজুরির কারণে মোনাকোর বিপক্ষে শনিবারের লিগ ম্যাচে খেলতে পারবেন না মেসি। তবে পিএসজি’র টিম ম্যানেজমেন্ট আশা করছে, ১৪ ফেব্রুয়ারি রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারবেন তিনি।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দুর্দান্ত ফর্মে আছেন মেসি। পূরণ করেছে দেশের এবং নিজের অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন। এবার পিএসজির জার্সিতে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য ছিল সাতবারের বর্ষসেরা ফুটবলারের।

ফরাসি কাপের বিদায়ের পর সামনে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ। যেখানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন মেসি ও পিএসজির ভক্তরা।

আরো পড়ুন:
>ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২
>ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে: কাদের

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। ফলে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে খেলা হচ্ছে না এলএমটেনের। ইএসপিএন জানিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাও নামতে পারেন মেসি। তবে বাভারিয়ানদের বিপক্ষে মেসিকে পাওয়া যাবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

ফেব্রুয়ারি ১০.২০২৩ at ১৪:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর