কাজিপুরের খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান ইন্তেকাল

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

জানা গেছে, খাসরাজবাড়ী ইউনিয়নের উজান মেওয়াখোলা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন জহুরুল ইসলাম চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। রাজধানীর মিরপুর ডেলটা হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন খাসরাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এরপর টানা দুইবার একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত পালন করেন। প্রথমবার ২০১৬ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে। দ্বিতীয়বার ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দীতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তিনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধার পর খাসরাজবাড়ী প্রথম জানাজা শেষে রৌহাবাড়ী দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:
>তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়াল
>ফেব্রুয়ারিতে ৭০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা

পরে সেখানেই তাঁর নিজবাড়ীতে কবরস্থ করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ ১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

ফেব্রুয়ারি ০৯.২০২৩ at ১৮:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর