বাংলাদেশের কাছে শীতবস্ত্র চায় তুরস্ক

ছবি- সংগৃহীত।

আর্থিক সহায়তা নয়, বাংলাদেশের কাছে এই মুহূর্তে সরঞ্জাম, শুকনা খাবার ও শীতবস্ত্র চেয়েছে তুরস্ক।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এমন বার্তা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আমানুল হক। রাষ্ট্রদূত আরো বলেন, ‘তুর্কি জনগণের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন অবিস্মরণীয়। শীতবস্ত্র, ওষুধসহ নানা জিনিস দরকার।

সাংবাদিকদের ভিসা দেয়ার প্রসঙ্গে তুরান বলেন, যেসব সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যেতে চায় তাদের ভিসা দ্রুত দেয়া হবে। তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার। দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে এই সংখ্যা নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আরো পড়ুন:
>আটক ‘গাঁজা গুরু’ নিজের অসুস্থতার জন্য আমি গাঁজা খাই ডাক্তার আমাকে গাঁজা খাইতে বলছে
>পাইকগাছায় মুকুলে ভরে গেছে আম গাছ

প্রসঙ্গত, গত সোমবার স্থানীয় সময় ভোরে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মাত্র ৪৫ সেকেন্ডের ভূকম্পনেই ধ্বংসস্তূপে পরিণত হয় ২ দেশের কয়েক হাজার বাড়িঘর।

ফেব্রুয়ারি ০৯.২০২৩ at ১৭:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর