ঠাকুরগাঁওয়ে এইচএসসি’র ফলাফলে, অকৃতকার্যের খবর শুনে শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আজ বুধবার ৮ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হবার খবর শোনে আরফিন আক্তার (১৮) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এদিন দুপুরে উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘোরিয়া গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আরফিন আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। এবং সে হরিপুর ডিকে ডিগ্রি কলেজ থেকে ২০২২ খ্রিঃ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

গেদুড়া ইউনিয়নের ইউপি সদস্য মঞ্জুর জানান, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। তার বাবা বাসায় ছিল না। সে রেজাল্ট শোনার পর বাসায় এসে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। পরে তার ছোট বোন গোসল করে রুমে গিয়ে দেখে সে ছটফট করে। তাকে নামানোর পর সে মারা যায়।

আরো পড়ুন:
>তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে
>রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বিরুদ্ধে, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

ঘটনাটির সতত্যা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে। সে ক্ষোভের কারণেই হয়তো আত্মহত্যা করেছে। বিস্তারিত পরে বলা বলা যাবে।

ফেব্রুয়ারি ০৮.২০২৩ at ২১:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর