তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

তুরস্কে জরুরি অবস্থা জারি এক সপ্তাহের শোক ঘোষণা, আন্তর্জাতিক সহায়তার আহ্বান। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। তুরস্কে মৃত্যু ৮ হাজার ৭৫৪ জন সিরিয়ায় মৃত্যু ২ হাজার ৫৩০ জন।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সিরিয়া থেকে সঠিক পরিসংখ্যান পাওয়াটা দুষ্কর। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি প্রদেশ। সেখানকার পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকাজে গতি আনতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আরো পড়ুন:
>রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বিরুদ্ধে, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন
>রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বিরুদ্ধে, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ২ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। সেখানকার সবাই কোনো না কোনোভাবে সংকটে পড়েছেন। শুধু তুরস্কের ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ মানুষ। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

ফেব্রুয়ারি ০৮.২০২৩ at ২১:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর