যশোর শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে খুলনা

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে রয়েছে খুলনা। তালিকার শেষে রয়েছে বাগেরহাট। বুধবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুণ্ডু এ ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা যায়, ৯০ দশমিক ৭৩ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে খুলনা। এর আগে টানা প্রথম অবস্থান ধরে রাখলেও গতবার জেলাটি দ্বিতীয় অবস্থানে নেমে গিয়েছিল। তাদের পাসের হার ছিল ৯৮ দশমিক ৭১ ভাগ। গত বছর ৪র্থ অবস্থানে থাকা ঝিনাইদহ জেলা এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এ বছর তাদের পাসের হার ৮৪ দশমিক ৫৬। গত বছর এ হার ছিল ৯৮ দশমিক ১৫। গত বছর শীর্ষ স্থানে উঠলেও এবার দুধাপ নিচে নেমে সাতক্ষীরার অবস্থান তৃতীয়। এ জেলার পাসের হার ৮৪ দশমিক ২৪। গত বছর এ হার ছিল ৯৮ দশমিক ৮৬ ভাগ।

গত বছর ৫ম অবস্থানে থাকা নড়াইল এবার আরও একধাপ এগিয়েছে। ৪র্থ স্থান নিয়ে তাদের পাসের হার ৮৩ দশমিক ৩৫। গত বছর এ জেলার পাসের হার ছিল ৯৮ দশমিক ৯ ভাগ।

আরো পড়ুন :
>এইচএসসি‘তে জিপিএ A+ পাওয়া তানভীর ভবিষ্যতে দেশ ও জাতির সেবা করতে চাই
>জাবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে কাশফি-সাইফ

টানা তৃতীয় স্থান ধরে রাখা যশোর জেলা এবার দু’ধাপ পিছিয়ে ৫ম স্থানে নেমে গেছে। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ৩০। গত বছর এ হার ছিল ৯৮ দশমিক ৩৫ ভাগ।

গত বার ৮ম স্থানে থাকা কুষ্টিয়া জেলা এবার দুধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠেছে। তাদের পাসের হার ৮২ দশমিক ৩১। গতবার এ হার ছিল ৯৭ দশমিক ৬০ ভাগ। টানা ৭ম অবস্থান ধরে রাখা চুয়াডাঙ্গা জেলার পাসের হার ৭৯ দশমিক ৯৪। গত বছর তাদের পাসের হার ছিল ৯৭ দশমিক ৬৮ ভাগ।

গত বছর পিঠিয়ে যাওয়া মেহেরপুর জেলা এবার দু’ধাপ উন্নতি করেছে। ৮ম স্থানে থাকা এ জেলার পাসের হার ৭৯ দশমিক ১৮। গত বছর এ হার ছিল ৯৫ দশমিক ৬১ ভাগ। গত বছর ৬ষ্ঠ অবস্থানে থাকা মাগুরা জেলার এবার তিনধাপ অবনমন ঘটেছে। নবম অবস্থানে তাদের পাসের হার ৭৭ দশমিক ৮৩। গত বছর এ হার ছিল ৯৭ দশমিক ৭২ ভাগ। গত বছর ৯ম স্থানে থাকা বাগেরহাট জেলা এবার তলানিতে নেমে গেছে। তাদের পাসের হার ৭৭ দশমিক ৬৫। গতবছর তাদের পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ ভাগ।

ফেব্রুয়ারি ০৮, ২০২৩ at ১৬:০২:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এমএইচ