গভীর রাতে চবিতে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ

কর্মীকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাত ১২টা থেকে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী মোড়ে অবস্থান নিয়েছে বিজয়ের অনুসারীরা। আমানত হলের সামনে সিএফসির অনুসারীদের অবস্থান ও শাহজালাল হলে সিক্সটি নাইনের অনুসারীদের অবস্থান নিতে দেখা যায়। জানা গেছে, বিজয় এবং সিএফসির অনুসারী দুই কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের অনুসারীরা। এর ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়।

আরো পড়ুন:
>ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’
>বাংলাদেশ কি বড় ভূমিকম্পের আশঙ্কায়

এর মধ্যে বিজয়ের অনুসারীরা সোহরাওয়ার্দী মোড়ে, সিএফসির অনুসারীরা আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় রামদা, স্টাম্প, রডসহ বিভিন্ন অস্ত্র হাতে তাদের অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

ফেব্রুয়ারি ০৮.২০২৩ at ১১:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/ এসআর