থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুলে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবানে থানচিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে থানচি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত অনুষ্ঠানে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লি পাল-পুরোহিত ফাদার শীতল রোজারিও সিএসসি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি।

এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বক্তব্যে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম পিএসসি বলেন, লেখাপড়া পাশাপাশি খেলা ধুলা করা একজন শিক্ষার্থী দায়িত্ব পড়ে, তবে শুধু খেলাধুলা জন্য নয়। বাঙালি আদিবাসী বিভেদ নয়, আমি বাংলাদেশী এটি আমাদের বড় পরিচয়।

আমাদের সবাইকে সুশিক্ষিত দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ স্বপ্ন পূরণ হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফাদার সমীর রোজারিও, সিএসসি, সহকারী পাল-পুরোহিত বলিপাড়া মিশন, বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গণি প্রমুখ।

আরো পড়ুন:
>র‌্যাব-৭ অভিযানে ১কারবারি মাদকসহ আটক
>সন্তানকে দেশপ্রেমী করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান

এছাড়াও বলিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ৭নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অংসিংম্যা মারমা, কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাই স্কুল এস এমন সি সদস্য ও ক্যচু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরাম রাফায়েল ত্রিপুরা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারি ০৬.২০২৩ at ১৬:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মেইস/এসআর