থানচিতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের নিহত ১

বান্দরবানে থানচিতে সাঙ্গু নদীতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের ঘটনায় এক নৌকা মাঝি নিহত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ৯টায় পদ্মমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, থানচি বাজার থেকে পর্যটকদের নিয়ে রেমাক্রি উদ্দেশ্যে যাওয়ার সাঙ্গু নদীতে পথে পদ্মমুখ এলাকায় পৌচ্ছালে রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রেংইন ম্রোঃ ছেলে নৌকা মাঝি মাংলো ম্রোঃ (১৮) ইঞ্জিন নৌকা সাথে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খেসাপ্রু পাড়া বাসিন্দা নৌকা মাঝি সামংগ্য ত্রিপুরা (৪৯) ইঞ্জিন নৌকা মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এক নৌকা মাঝি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

আরো পড়ুন:
>ক্ষেতলালে বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
>যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, ইঞ্জিন চালিত নৌকা মুখোমুখি সংর্ঘষের এক নৌকা মাঝি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাক্তার মেহেনাজ রোগী সামংগ্য ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এ দুর্ঘটনার সত্যতার নিশ্চিত করে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক বলেন, সাঙ্গু নদীতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেয়া হবে।

ফেব্রুয়ারি ০৫.২০২৩ at ১৪:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/মম/এসআর