রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে ইজিবাইকের চাপায় নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেনী ছাত্র সিয়াম নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।শনিবার (৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় ইজিবাইকের নিচে চাপা পরে নিহত হয়েছে।সড়কে শিশু নিহতের তথ্যটি নিশ্চিত করেছে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায়।

নিহত সিয়ামের পুরো নাম মো. ইউসুব খান ওরফে সিয়াম। শিশুটি রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের সৌদি প্রবাসী মো. আল-আমিন খানের ছেলে। সেখানকার শাহাবউদ্দিন নুরানী মাদ্রসায় সম্প্রতী প্রথম শ্রেনীতে ভর্তি হয়েছে।

আরো পড়ুন :
>আমিরজান হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
>চিত্র শিল্পী এসএম সুলতানের বাড়ি পরিদর্শন করলেন, শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক

নিহত শিশুর মা মাহফুজা বলেন, ‘আমি আমার বড় ছেলে সিয়াম এবং ১০ মাসের ছোট ছেলে ইসমাইলকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি থেকে রাজাপুর শহরে যাচ্ছিলাম। রাস্তায় আরেকটা ইজিবাইক হটাৎ ব্রেক করলে আমাদের বহনকারী ইজিবাইকটি সেটির পেছনে ধাক্কা দেয়। আমাদের গাড়িটি তখন উল্টে যায়। ছোট সন্তান আমার কোলে থাকলেও বড় সন্তান ছিটকে পড়ে ইজিবাইকের নিচে চাপা পরে।

প্রতক্ষ্যদর্শী নেয়ামত হাওলাদার বলেন, দুর্ঘটনার পর আমরা মা এবং ছেলেদের আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষনা করেন, এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেব্রয়ারি ০৪.২০২৩ at ১৮:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/মনহঈ/এমএইচ