কেশবপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবলোকের সহযোগিতায় নিরাপদ খাদ্য দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার।

আরো পড়ুন:
>বেসরকারিভাবে হজের সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ
>জাবিতে শিক্ষকদের গ্রুপিংয়ে, পরীক্ষা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

নবলোক পরিষদের কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মেডিকেল অফিসার ডা. সৌমেন বিশ্বাস প্রমুখ। সভাশেষে নবলোকের আয়োজনে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেব্রয়ারি ০২.২০২৩ at ১৫:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর