গাবতলীতে বন্ধুর ইটের আঘাতে ৬ষ্ট শ্রেণির ছাত্র নিহত

বগুড়ার গাবতলীতে বন্ধুর ইটের আঘাতে সিয়াম হাসান (১৩) নামের ৬ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্র মারা গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে থানায় এনেছে।

জানা গেছে, গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে সিয়াম হাসান একই ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে তার নানা আজিমুদ্দিনের বাড়ীতে থেকে পড়ালেখা করতো। সিয়াম হাসান পাঁচবাড়িয়া ইলামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

দুপুর সোয়া ২টায় সিয়াম হাসান মধ্যকাতুলী পূর্বপাড়া আবাদী জমিতে তার স্থানীয় বন্ধু সিয়াম, শাওন ও ঈসানের সাথে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি খেলছিল। এ সময় পাঁচকাতুলী গ্রামের সেলিমের ছেলে বন্ধু ঈশানের ছোঁড়া একটি ইট সিয়াম হাসানের ঘারে সজোরে আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত সিয়াম হাসানকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:
>অমর একুশে বইমেলার পর্দা উঠছে বিকেলে
>প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পাঁচকাতুলী গ্রামের আনোয়ারের ছেলে শাওন ও শখেনের ছেলে সিয়ামকে থানায় এনেছে। ঈশান বর্তমানে পলাতক রয়েছে। এ প্রসঙ্গে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, সিয়ামের লাশ বগুড়ায় মর্গে রয়েছে। বাদীপক্ষের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেব্রয়ারি ০১.২০২৩ at ১৯:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর