মঞ্চে আক্রমণের শিকার হলেন কৈলাশ

ছবি- সংগৃহীত।

বলিউড শিল্পী কৈলাশ খের মঞ্চে গান পরিবেশনের সময় আক্রমণের শিকার হয়েছেন। দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়েছে। এ সময় পুলিশ একজনকে চিহ্নিত করে আটক করেছে। পাশাপাশি এই ঘটনার কারণ কী, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) রাতে সেখানকার বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়েছেন কজন দর্শক। খবর এনডিটিভির।

বোতল ছোড়ার ঘটনায় প্রদীপ ও সুরাহ নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জবানবন্দির বরাতে পুলিশ জানিয়েছে, কৈলাশ খের হিন্দি গান পরিবেশন করলেও কন্নড় গান পরিবেশন করছিলেন না। তাই কন্নড় গানের দাবি তুলে বোতল ছুড়েছেন তারা।

আরো পড়ুন:
>আলমগীর নূর সাংবাদিককে হত্যাচেষ্টা-অপরাধীদের বিচারের দাবী
>যশোরে এসআইয়ের এক বছরের কারাদণ্ড

জানা যায়, গানের পরিবেশনের মাঝে আকস্মিকভাবে একটি বোতল আছড়ে পড়ে কৈলাশের পাশে। তখন আয়োজকের একজন এসে বোতলটি সরিয়ে নেন।

জানুয়ারি ৩০.২০২৩ at ২০:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর