রাজগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ঘের মালিকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামে মাছের ঘেরে অক্সিজেন মোটর মেরামত করতে যেয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল কালাম আজাদ (৩৬) নামের এক মাছের ঘের মালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি-২০২৩) সন্ধ্যার আগে নিজ মাছের ঘেরে তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার হরিহরনগর ইউনিয়নের পাচপোতা গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে। জানাগেছে- নিহত আজাদের বাড়ির পাশে, কপোতাক্ষ নদীর পাড়ে মাছের ঘের রয়েছে। সেই ঘেরে একটি বিদ্যুৎ চালিত অক্সিজেন মোটর নিজে পানিতে নেমে মেরামত করতে গেলে, মোটরের বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরো পড়ুন:
>তাড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ
>কালীগঞ্জ পৌর এলাকার চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী শুকুরের বিরুদ্ধে আবারও থানায় অভিযোগ

পরে সন্ধ্যার আগে মৃতদেহটি পানি ভেসে উঠলে স্থানীয়রা দেখে মৃতদেহটি উদ্ধার করে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজগঞ্জ সাব জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার সাহাজান কবির বলেন- বিষয়টি আমার জানা নেই। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানুয়ারি ২৭.২০২৩ at ২২:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর