বিরামপুরে ৬ জুয়াড়িসহ ৮ জন আটক

দিনাজপুর বিরামপুরে ৬ জুয়ারি ও ২৫ বোতল ফেন্সিডিলসহ একজন জি আর পরোয়ানা মামলার একজনসহ মোট ৮ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেন বিরামপুর থানা পুলিশ।

আটককৃত ৬ জুয়াড়ি হলেন, বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ১।কেরাবিন হাজরা ২।মোঃ মাসুদ রানা ৩।সনাতন মূর্মু ৪। আব্দুর রাজ্জাক ৫।চন্দন রেমা ৬। মো. শফিকুল ইসলাম, আটকৃত ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বিরামপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক পলিপ্রয়াগপুর টাটকপুর নামক স্থান থেকে ২৫ বোতল ফেন্সিডিল ও ব্যবহৃত ইজিবাইকসহ একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ, আটকৃত আসামী হলেন, টাটকপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাসুদ রানা(৩৪)।

আরো পড়ুন:
>বেনাপোলে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
>রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা

জিআর পরোয়ানা মূলে গ্রেফতারকৃত একজন আসামী হলেন, উপজেলার কানি কাঠাল গ্রামের নুরুজ্জামানের ছেলে ইমরান হোসেন। বিরামপুর থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, মোট ৮ জন আসামিকে বিজ্ঞ আদালত ও দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানুয়ারি ২৭.২০২৩ at ১৯:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর