পাকিস্তানের মন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

ছবি- সংগৃহীত।

মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। তাকে পাঞ্জাব তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তিনি।

পাকিস্তানের ‘দ্যা নিউজ ইন্টারন্যাশনাল’ এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব।

এদিকে খুলনার দলে হয়ে খেলা তারেই স্বদেশি আজম খান ওয়াহাবের সাথে একটা ছবি দিয়ে টুইটারে লেখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মজা করছি।’ সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে জুড়ে দিয়েছেন, ব্যস্ত মানুষ।

আরো পড়ুন:
>কোটচাঁদপুরে শীতার্তদের মাঝে এমপি চঞ্চলের কম্বল বিতরণ
>ইউক্রেনে পরমাণু স্থাপনার কাছে বোমা হামলা

পাকিস্তানের বাঁহাতি এই পেসার জাতীয় দলের জার্সি গায়ে ১৫৬টি ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিজের ঝুলিতে করে নেন। এছাড়া এ পেসার জাতীয় দলের হয়ে ছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে।

জানুয়ারি ২৭.২০২৩ at ১৭:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর