ইউক্রেনে পরমাণু স্থাপনার কাছে বোমা হামলা

ছবি- সংগৃহীত।

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য আবারও একে অপরকে দায়ী করছে ইউক্রেন এবং রাশিয়া। অন্যদিকে ইউরোপের সর্ববৃহৎ এই পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

জাতিসংঘ পরমাণু বিষয়ক পর্যবেক্ষকরা বলেছেন, রুশ নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাছে এবং প্লানের কাছে নিরাপত্তা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।

আরো পড়ুন:
>রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৭ লাখ টাকার মেশিন চুরি
>নড়াইলে দিনব্যাপি ৭ম শিশু চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত

তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি নিছক গুজব। তারা বলেন, মস্কো সব সময়ই পরমাণু নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জাপোরিজঝিয়ার বিদ্যুৎকেন্দ্রটি রুশ বাহিনী মার্চের শুরুর দিকে দখলে নিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য রাশিয়া-ইউক্রেন একে অন্যকে দায়ী করে আসছে।

জানুয়ারি ২৭.২০২৩ at ১৭:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর