ভোলায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

ভোলার ইলিশায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় মধ্যবয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহত নারীর মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ভোলা- লক্ষীপুর আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৪০। পড়নে কালো রংয়ের বোরকা পরিহিত। নাকে কানে স্বর্ণালংকার রয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে ওই নারী ভোলা-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভোলা থেকে ইলিশাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

আরো পড়ুন:
>মতলব উত্তরে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
>অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা নিহত

মাইক্রোবাস চালক তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ সদর হাসপাতালে রেখে চালক পালিয়ে যায়। ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

জানুয়ারি ২৭.২০২৩ at ১৫:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর