বর্ষসেরা নারী ক্রিকেটার ইংল্যান্ডের ন্যাট সিভার

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও জিতলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার। বৃহস্পতিবার তাকে ‘রাসেল হেইহো ফ্লিন্ট’ ট্রফি তথা বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আইসিসি।

সিভার পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্দানা, নিউজিল্যান্ডের আমেলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে। ২০২২ সালে ৩৩ আন্তর্জাতিক ম্যাচে এক হাজার ৩৪৬ রান করেছেন সিভার, পাশাপাশি শিকার করেছেন ২২টি উইকেট। বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত সিভার।

আরো পড়ুন:
>চিনির দাম আরও চড়া, আদা-রসুন-মরিচও দ্বিগুণ
>আকিজ বিড়িতে চাকরির সুযোগ

সেরার পুরস্কার পেয়ে সিভার বলেন, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এটা ভেবেই অবাক লাগছে যে গত বছরে বিশ্বকাপ ছিল। আর বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা আমার জন্য ছিল বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের ইনিংসটিও ছিল অসাধারণ।

জানুয়ারি ২৭.২০২৩ at ১১:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর