যশোরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন

যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মের বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার পর থেকে পূজা শুরু হয়। এ সময় সনাতন শিক্ষার্থীরা জ্ঞান বৃদ্ধির জন্য সরস্বতী কাছে আরোধনা করেন। শিক্ষা জীবন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার মিনতী করেন।

যশোর সরকারি এম এম কলেজে পূজার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক অসীম কুমার সাহা, শিক্ষক নিতিশ কুমার, বিধান ভদ্র, চঞ্চল কুমার বাচাল প্রমুখ।যশোর সরকারি মহিলা কলেজে পূজার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস।

আরো পড়ুন:
>দেশের সব শিল্পাঞ্চলে ফাইভ জি সেবা নিশ্চিত করা হবে
>নানা আয়োজনে যবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক অলক ব্যানাজী, শিক্ষক দীপ্ত মিত্র, দেবপ্রসাদ হালদার, শুভাষীশ মজুমদার প্রমুখ। যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে পূজার উদ্বোধন করেন অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক উত্তম কুমার পাল, জয়দেব কুমার মজুমদার প্রমুখ। যশোর জিলা স্কুলের পূজার উদ্বোধন প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

জানুয়ারি ২৬.২০২৩ at ১৬:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএইচ