প্রাইভেটকারের মিটারবক্সের মধ্য থেকে বেরুলো সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বার, আটক-২

যশোরের শার্শা কায়বা সীমান্ত থেকে ৭০ পিচ (৮ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক ও একটি প্রাভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ স্বর্ণের চালান সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে শরিফুল মোড়ল ও চাঁদপুর বটদেল গ্রামের রতন প্রধানের ছেলে আব্দুল হান্নান। এসময় এক পাচারকারী পালিয়ে যায় বলে জানান বিজিবি।

খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ জানান, ভারতে পাচার স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভির রহমানের নের্তৃত্বে বিজিবি সদস্যরা একটি প্রাইভেটকার জব্দ সহ তাদেরকে আটক করে।

আরো পড়ুন:
>মাদকসহ আসামি আটক-চন্দনাইশ থানা
>শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে নেতাকর্মীদের প্রতি সাবেক এমপি অ্যাড. মনিরের আহবান

পরে, প্রাইভেটকারের ষ্টারিংয়ের সামনে মিটারবক্সের মধ্য থেকে বিশেষ কায়দায় কসটেপে মোড়ানো লুকানো অবস্থায় স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মুল্য ৬ কোটি ৫২ লাখ টাকা বলে জানান বিজিবি ওই কর্মকর্তা।

জানুয়ারি ২৫.২০২৩ at ২০:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএইচ