মাদকসহ আসামি আটক-চন্দনাইশ থানা

চট্টগ্রাম চন্দনাইশ থানার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সক্রিয় চৌকস সক্রিয় অভিযানে অবৈধ মাদকদ্রব্য (৮০০ পিস ইয়াবা ট্যাবলেট) উদ্ধার আসামি আটক।

২৫ জানুয়ারি,বুধবার,সকাল সারে ১০টায়,থানার পুলিশের চকৌস অভিযানে পৌরসভাস্থ ৯নং ওয়ার্ড পক্কিমার্কা (পায়েরা মার্কেট) সংলগ্ন কক্সবাজার টু চট্টগ্রাম সড়কের নতুন ব্রীজের উপর। আসামী মো: আইয়ুব (৬০)কে ৮০০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,এসআই মো: হাছান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কিলো-১৩ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মারসা যাত্রীবাহী বাস (যাহার রেজি: নং-চট্টমেট্রো-ব-১১-১২১৩) এর যাত্রী-আইয়ুবের পরিধেয় প্যান্টের ডান পকেট হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের সংখ্যা ও বিবরণঃ নাই। উদ্ধার-৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৮০ গ্রাম, মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা।

আরো পড়ুন:
>শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে নেতাকর্মীদের প্রতি এমপির আহবান
>প্ররিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা সভা

আাসমি ও গৃহীত ব্যবস্থা(মামলা/জিডি) সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ (সংশোধিত-২০২০) সালের ৩৬(১) এর সারণীর ১০(ক)। ধারামতে মামলা রুজু যাবতীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবং এসআই খালেকুজ্জামান, উক্ত মামলাটি তদন্ত করবেন।

জানুয়ারি ২৫.২০২৩ at ২০:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএইচ