পত্নীতলায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

পত্নীতলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের শুভ উদ্বোধন বুধবার উপজেলার গগণপুর মাদ্রাসাপাড়া এলাকায় করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবু হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার।

আরো পড়ুন:
>কিস্তির চাপে নয়, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা
>কুবির তাফসীর হোসেন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ১১তম

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, আলিউল রহমান অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীজন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মাঠে উপস্থিত থেকে হাইব্রিড বোরো ধানের সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করেন।

জানুয়ারি ২৫.২০২৩ at ১৭:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএইচ