রাতের অন্ধকারে ব্যবসায়ীর দোকানে আগুন অর্ধকোটি টাকার মালামাল পুঁড়ে ছাঁই!

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় শারফিন মার্কেটের পাশে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে চাই।আমার দোকানে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা দোকান মালিকের।

সোমবার(২৩ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে সুরমা ট্রেডার্স নামক একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানের স্বত্বাধিকারী হিমাংশু শেখর রায়ের সাথে কথা বললে তিনি বলেন এই দূর্ঘটনায় আমার দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন:
>আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাবিকে হারিয়ে ফাইনালে কুবি
>যশোরে অজ্ঞাতনামা বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ হাবিবুর রহমান বলেন কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। থ্রিপল নাইনে কল পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

জানুয়ারি ২৪.২০২৩ at ২১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএইচ