দর্শনার্থীদের জন্য সীমিত পরিসরে উন্মুক্ত হচ্ছে বঙ্গভবন

ছবি: সংগৃহীত

‘দর্শনার্থীদের জন্য সীমিত পরিসরে বঙ্গভবন উন্মুক্ত হচ্ছে’ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে সংস্কারকৃত এয়ার রেইড শেল্টার ও তোষাখানা জাদুঘরের উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবনের ভিতরে সাধারণত মানুষ আসতে পারে না। এটার ভিতরে কি আছে-না আছে, কেউ কিছুই জানে না। আমাদের ইতিহাস-ঐতিহ্য যা আছে, মানুষ এ সম্পর্কেও জানতে পারবে। তিনি বলেন, বঙ্গভবনের তোশাখানা জাদুঘরকে শতাব্দীকালের বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন।

আরো পড়ুন:
> সংসদে শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী
> কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়কের বাবার কবর জিয়ারতে তানভীর শাকিল জয় এমপি

বঙ্গভবনের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণ এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে বঙ্গভবন তোশাখানা জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিদেশি রাষ্ট্রদূতসহ আগন্তুকরা পরিদর্শনকালে আমাদের ইতিহাস-ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সক্ষম হবেন।

মো. আবদুল হামিদ বলেন, বঙ্গভবনের অনেক স্থাপনা দেখে মোটামুটিভাবে তারাও আকৃষ্ট হবেন এবং আমাদের বাংলাদেশ সম্পর্কে তাদের মনোভাব অনেক উঁচু হবে বলে আমার বিশ্বাস।

জানুয়ারি ২৪, ২০২৩ at ২০:৩৩:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস