জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ এ বিজয়ী হয়েছেন ঠাকুরগাঁওয়ের দুইজন

১৭ তম বাংলাদেশ জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০২২ খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুস সোবহান গোলাপ এমপির সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত পরিদর্শক বিভাগ এক আবু হানিফ মিয়া, বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ অন্যান্যরা।

চাম্পিয়ন শীপে অংশ গ্রহণ করে ঠাকুরগাঁও প্রজন্ম উশু ফাইট ইস্কুলের খেলোয়াররা। এছাড়াও ঢাকায় খেলাতে বেস কিছু জেলা থেকে এবং সেনাবাহিনীর আনসার বিজিবি বিকে এসপি সহ অনেক উশু খেলোয়াররা অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার ২ জন খেলোয়াড় সনাতন রায় এবং মিটুন রায় ২ ক্যাটাগরিতে ৩ স্থান লাভ করে। বিজয়ী হওয়ায় তাদেরকে স্বাগত জানিয়েছেন ঠাকুরগাঁও উশু এসোসিয়েশন সকল সদস্য সহ জেলার অন্যান্য খেলোয়াড়রা।

আরো পড়ুন:
>বেনাপোলে পোর্ট থানা পুলিশের অভিযানে ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার
>ভূয়া মালিক সাজিয়ে জাল দলিল তৈরি করা; দলিল লেখক বহিস্কার

এই বিষয়ে উশু মহিলা কোচ আফসানা আক্তার রিতু বলেন আমাদের ঠাকুরগাঁও জেলার ছেলেরা আরো ভাল করতে পারবে যদি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের উশু খেলার আগে কোন কেম্প করার সুযোগ দেন উশু একটি আন্তর্জাতিক খেলা। সব জেলায় উশু নিয়মিত চলছে অন্য খেলার মতো উশু খেলার দিকে একটু দৃষ্টি দিলে জেলার ছেলে মেয়েরা শুধু জাতীয় না আন্তর্জাতিক উশু খেলায় পদক আনতে পারবে।

জানুয়ারি ২৪.২০২৩ at ১৩:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর