অজ্ঞাতনামা চুরির আসামী আটক-৩

চন্দনাইশ থানা পুলিশ কর্তৃক অসহায় ভুক্তভোগী ও পরিবারের জীবিকা নির্ভর চুরি হওয়ার অটোরিক্সা দুইদিনে মধ্যে উদ্ধার। থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে চুরি মামলায় সন্দিগ্ধ ৩জন আসামী গ্রেফতার।

আজ ২৩ জানুয়ারি,সোমবার,রাত ২:৪৫ টায় থানা পুলিশ দোহাজারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। আটককৃতরা হলেন-১। মো: মিজানুর রহমান প্রকাশ মিজান (৩০) ২। মো: ফাহিম (২১) ৩। মো: রাজু (২০)কে চোরাই যাওয়া অটোরিক্সা সহ গ্রেফতার করা হয়েছে।

গত ২১জানুয়ারি আনুমানিক রাত সারে ১০টায় ভুক্তভোগী মো. খায়রুল ইসলাম (৪৫) গাড়ি রেখে ভাত খেতে গেলে। সেই সুযোগে তার গাড়িটি চুরি হয়ে যায়। দোহাজারী সদর, পৌরসভা ৩নং ওয়ার্ড, সাকিনে নতুন নির্মিত রেলব্রীজের দক্ষিণ অংশে ব্রীজের উপর থেকে। অসহায় ভুক্তভোগী অজ্ঞাতনামা চোর/চোরদের সন্ধানে চন্দনাইশ থানার অভিযোগ করে।

আরো পড়ুন:
>ঝিনাইদহে শিয়ালের ফাঁদে বাঘ আটক
>ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

এরই ধারাবাহিকতায় পুলিশের চৌকস অভিযানে অবশেষে ধরা পড়ে অভিযানিক টিমের হাতে। মামলা নং-১৫, তারিখ-২২/০১/২০২৩খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামি সংক্রান্তে আইনক ব্যবস্থাসহ ধৃত আসাীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জানুয়ারি ২৩.২০২৩ at ২২:১১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর