ঝিকরগাছার ৬টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

যশোরের ঝিকরগাছা ৬টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ছয় ইউনিয়ন হলো- গঙ্গানন্দপুর, মাগুরা, পানিসারা, ঝিকরগাছা সদর, নাভারণ ও বাঁকড়া।

গঙ্গানন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন। মাগুরা ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, সাধারণ সম্পাদক হাশেম আলী।

পানিসারা ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান। ঝিকরগাছা সদরে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। নাভারণ ইউনিয়নে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ফারুক শিকদার রবি, সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম। বাঁকড়া ইউনিয়নে ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নুরুজ্জামান আকাশ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জুয়েল রানা।

তিন বছরের জন্য আংশিক কমিটিকে আগামী ৩১ মার্চের ভেতরে পূর্ণাঙ্গ করে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আবুল কালাম আজাদ বলেন, কমিটি গঠনের আগে আমরা প্রতিটি ইউনিয়নে কর্মীসভা করেছি।

আরো পড়ুন:
>বিশ্ব ব্যাংককে সহায়তা বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
>যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

এর আগে ৫টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছিল। বাকি ৬ ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠন সম্পন্ন হলো। প্রত্যেক ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সার্বিক কর্মকান্ডে স্বতঃস্ফূর্ত সহযোগিতা সহ দলকে শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানুয়ারি ২৩.২০২৩ at ১৮:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর