সমাবর্তন ও মূল সনদপত্র উত্তোলন ফি কমানোর দাবিতে, যবিপ্রবিতে বিশাল মানববন্ধন

সন্ন সমাবর্তনকে সামনে রেখে যবি প্রবিতে সমাবর্তনের নিবন্ধন ফি, সাময়িক ও মূল সনদপত্র উত্তোলন ফি কমানোর দাবিতে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে তারা অবিলম্বে ফি কমানোর জন্যে জোর দাবী জানায়। মুওখ কালো কাপড় বেধে তারা এ মানববন্ধনে অংশ নেয়।

আমাদের দাবী মানতেই হবে… সার্টিফিকেট ফি কমাতে হবে।

সমাবর্তন রেজিষ্ট্রেশন ফি ২০০০ টাকা, সাময়িক সনদ ৩০০ টাকা, মূল সনদ ৫০০ টাকা চাই। আজকের সাধারণ শিক্ষার্থীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ দেয়, আমাদের এই দাবীর যৌক্তিকতা। আমাদের যা বলার তা আগেই বলা হয়েছে, ৮৩৫ জন শিক্ষার্থীর গণস্বাক্ষর সম্বলিত স্বারকলিপি, প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে সরব একটিভিটিস অগ্রাহ্য করার প্রতিবাদে আজ যবিপ্রবির শিক্ষার্থীবৃন্দ মুখে কালো কাপড় বেঁধে দাঁড়িয়েছে। এভাবেই নিরব প্রতিবাদ হবে সকল অনিয়ম, দূর্নীতি আর স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে।

আরো পড়ুন:
>ঘোড়াঘাটে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা
>গাজীপুরে হত্যা ও ধর্ষণ মামলায় আসামির ফাঁসি কার্যকর

জানুয়ারি ২৩.২০২৩ at ১৬:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর