শৈলকুপা হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভারের উপর হামলার ঘটনায় থানায় মামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এম্বুলেন্স ড্রাইভার স্বপনের উপর গত ১৮ জানুয়ারী বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে গ্যারেজের ভিতরে অতর্কিত হামলা হয়। হামলার ঘটনায় স্বপনের স্ত্রী বাদী হয়ে শৈলকূপা থানায় মামলা দায়ের করেছেন।

ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল ও পরে পিজি হাসপাতালে চিকিৎসা শেষে তাকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এম্বুলেন্স ড্রাইভার স্বপনের উপর অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল। তাকে হত্যার উদ্দেশ্যই এই হামলা চালানো হয় বলে স্বজনদের দাবী।

সেই সাথে হামলাকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্বজনরা। অন্যদিকে হাসপাতাল চত্বরে ভবন পূণঃনির্মানের কারনে সিসি ক্যামেরাগুলো চালু না থাকায় নিরাপত্তার অভাব দেখা দিয়েছে বলে অনেকে মন্তব্য করেন।

আরো পড়ুন:
>মানবতাবিরোধী অপরাধে ৬ জনের মৃত্যুদণ্ড
>আদর্শিক নৈকট্যের কারণে শিক্ষক সমিতি প্রশাসনের সহযাত্রী

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,স্বপনের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পেছনের কারন ও হামলাকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন।

জানুয়ারি ২৩.২০২৩ at ১৪:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর