নব্য জঙ্গি সংগঠনের সামরিকপ্রধান গ্রেপ্তার

ছবি- সংগৃহীত।

কক্সবাজারের কুতুপালংয়ে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সংগঠনের শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার। কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় র‍্যাব। ভোরে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়ে।

আরো পড়ুন:
>গোপালগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমার হাট
>যৌথ মুদ্রা চালু করতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা

এসময় র‍্যাবও পাল্টাগুলি ছুঁড়ে। কিছুসময় গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদসহ ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র- ভোরের কাগজ।

জানুয়ারি ২৩.২০২৩ at ১১:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর