ফের বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ছবি- সংগৃহীত।

ফের বায়ুদূষণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। রোববার (২২ জানুয়ারি) সকালের দিকে বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করে। এতে বাংলাদেশের রাজধানীর বায়ুদূষণের স্কোর রয়েছে ২৭১। এই মাত্রাকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ।

একিউআই এর তথ্যঅনুযায়ী, ঢাকার পরেই রয়েছে চীনের দুই শহর সেনইয়াং ও চেংডু। শহর দুইটির স্কোর যথাক্রমে ২৪৫ ও ২২৭। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম স্থানে ভারতের কলকাতা। শহর দুইটির স্কোর যথাক্রমে ২২৪ ও ২২২।

আরো পড়ুন:
>যানবাহনের বিমা ফের বাধ্যতামূলক করার উদ্যোগ
>বিশ্বকাপ জয়ের দৌড়ে ভারতকে এগিয়ে রাখছেন অশ্বিন

বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

জানুয়ারি ২২.২০২৩ at ১১:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর