বেড়ায় ২ টাকায় শীত উপহার

আল্লাহর ইচ্ছায় প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভ‚তির হাত সপ্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।

শুক্রবার(২০ জানুয়ারী) সকালে বেড়া উপজেলা প্রশাসন ও বেড়া পৌরসভার পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থী সহযোগিতা সংগঠন বেড়ার উদ্যোগে সান্যাল পাড়া ঈদগাহ মাঠে ২ টাকায় শীত আমেজ,শিশু ও বৃদ্ধাদের উষ্ণ আমেজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:
>সিএমপি পুনাকের ৫শত কম্বল বিতরণ
>একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন জামালপুরের গৃহবধূ

এতে ২ টাকার বিনিময়ে শিশু ও বৃদ্ধাদের মাঝে ৪৫০ টি শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) মোহাঃসবুর আলীর সভাপতিত্বে,বেড়া শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের উপদেষ্টা কাবিরুল হাসান বারীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,বেড়া উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শাম্স রঞ্জন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদপ্রমুখ।

জানুয়ারি ২০.২০২৩ at ১৬:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর