ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলার উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডের যাকাত চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এ এন এম শাহ জালাল ও ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক।

আরো পড়ুন:
>শিবগঞ্জে ২শতাধিক কলা গাছ কর্তন, ২ পক্ষের থানায় পাল্টিপাল্টি অভিযোগ
>ভূঞাপুরে প্রথম বারের মতো রঙিন ফুলকপি চাষ, এলাকায় ব্যাপক সাড়া 

অনুষ্ঠানে ক্ষুদ্র ব্যবসা, সেলাই মেশিন, ছাত্রবৃত্তি, চিকিৎসা, গৃহ মেরামত, হাঁস মুরগি পালন ও ছাগল-গরু পালন খাতসমূহে ১’শ ২০ জনকে ৬,৭০,৬০০/-টাকা এবং বিশেষ কর্মসূচি হিসেবে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ কর্মসূচি হিসেবে প্রতি উপজেলা থেকে ২ জন করে মোট ১২ জনকে প্রতিজনকে ১৫,০০০/- টাকা করে মোট ১,৮০,০০০/- টাকাসহ সর্বমোট ১’শ ৩২ জনকে ৮,৫০,৬০০/- টাকার চেক বিতরণ করা হয়।

জানুয়ারি ১৮.২০২৩ at ১৯:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর