দীর্ঘ ২৪ দিন কারাভোগের পর জেল থেকে মুক্তি পেলেন, বিএনপির কারাবন্দী নেতা কর্মীরা

দীর্ঘ ২৪ দিন কারা ভোগের পর বিএনপির ১৪ জন নেতা কর্মী মুক্তি পেলেন

দীর্ঘ ২৪ দিন কারা ভোগের পর বিএনপির ১৪ জন নেতা কর্মী ১৮ জানুয়ারী বুধবার সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন। গত ২৪ শে ডিসেম্বর ঝিনাইদহ জেলা বিএনপির গণ মিছিল শেষে ২৫ ডিসেম্বর মধ্যরাতে গ্রেফতারকৃত ঝিনাইদহ সদর উপজেলা’র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃ্ন্দ গায়েবী মামলায় জেল থেকে মুক্তি পাওয়ায় জেল গেটে কারাবন্দী নেতাদের বরণ করতে যান এবং নেতৃবৃ্ন্দের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সকল যুবনেতা।

হরিণাকুন্ডু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, জননেতা আলহাজ্ব এডভোকেট এম.এ মজিদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জননেতা জনাব মো. জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ সভাপতি, জনাব, মো. আলাউদ্দিন আল মামুন চেয়ারম্যান, জেলা বিএনপির সি. যুগ্ম সম্পাদক, জনাব মো. আব্দুল মজিদ বিশ্বাস।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জনাব মো. সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, জনাব মো. মাহাবুবুর রহমান শেখর, কালীগঞ্জ উপজেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক, জনাব মো. হামিদুল ইসলাম হামিদ, যুবদলের সাধারণ সম্পাদক, জনাব মো. আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, জনাব, সাকিব আহমেদ বাপ্পী, সদর উপজেলা বিএনপির সি. সহ সভাপতি, জনাব মো. জাহিদুল ইসলাম জোয়ার্দার, সদর উপজেলা বিএনপির সি. যুগ্ম সম্পাদক, জনাব মো. রোকনুজ্জামান রকন।

আরো পড়ুন:
>শীতবস্ত্র বিতরণ প্রতিরাতে সিএমপি’র উদ্যােগে
>বিরামপুরে সরিষা চাষে সফলতার স্বপ্ন বুনছেন চাষিরা 

সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জনাব এ্যাড. মো. জিয়াউল হক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক, এ্যাড. আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক, প্রভাষক, আসাদুজ্জামান আসাদ সহ নেতৃবৃন্দ। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন সরকার মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে ফাঁসানো হয়েছে। এ মামলার কোন ভিত্তি নেই। বিনা কারনে সরকার মামলা দিয়ে হয়রানি করছে। এ সব মিথ্যা মামলা দিয়েও শেষ রক্ষা হবে না।

জানুয়ারি ১৮.২০২৩ at ১৫:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর